মা ও জ্যোৎস্না

শৌভিক দে সরকার





মা ও জ্যোৎস্নাঠমধ্যে দূরত্ব কতখানি ?
সময় থাকতেও প্রশ্ন করা হয়নি কোনদিন।
দরজা খোলা একটি নদীর সামনে দাঁড়িয়ে
আমি মায়ের শয্যা দেখছি
আর পায়ের পাতার নীচে লিখে রাখছি
পরিচিত আকাশ।

আমি জানি,
ঐ জ্যোৎস্না !
আমাকেও ভুল বুঝবে একদিন
অথচ মা ! বারবার রোগতর্পণে⠦

একছুটে জিজ্ঞেস করে আসবো ?
যাই ?